বকশীগঞ্জে লকডাউন কার্যকর করতে অভিযান, বিনামূল্যে মাস্ক বিতরণ

ইউএনও মুন মুন জাহান লিজা মাস্ক বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তৃতীয় দিনের লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

৭ এপ্রিল সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার নেতৃত্বে পৌর শহরে অভিযান পরিচালনা করা হয়। একই সাথে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পথচারী, অটোরিকশাচালক, নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

লকডাউন কার্যকর করতে অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

করোনার সংক্রমণ রোধে শহরে মানুষের আনাগোনা রুখতে প্রশাসনের কঠোরতায় দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এছাড়াও মাইকিং এর মাধ্যমে মানুষকে করোনা সংক্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা স¤্রাট, ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ শান্তসহ বকশীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।