বকশীগঞ্জে সেকেন্ডারী আইসিটি টিচার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের বিনামূল্যে মাস্ক বিতরণ

সেকেন্ডারী আইসিটি টিচার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে ১ এপ্রিল বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ সেকেন্ডারী আইসিটি টিচার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মোড়ে, লাউচাপড়া বাজার, জিন্নাহ বাজার, সকাল বাজারে পথচারী, ভ্যানচালক, রিকশাচালক, যাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এক হাজার ৫০০ জনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

সেকেন্ডারী আইসিটি টিচার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাস্ক বিতরণকালে বকশীগঞ্জ সেকেন্ডারী আইসিটি টিচার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সহিদুল আলম রুপন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহসভাপতি হারুন অর রশিদ, আবদুুল হক, সাইদুর রহমান, মো. ফজলুল হক, জিয়াউল হক, আবুল কাশেম, সাইফুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা জানান, করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া নির্দেশনা আমরা নিজেরা অনুসরণ করছি এবং মানুষ যেন ভাল থাকেন সেজন্য আমরা মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।