বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৮ ডিসেম্বর দুপুর ২টায় মালিবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর।

বিক্ষোভ মিছিলে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ কে এম হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আগা সাইয়ুম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, ছাত্রলীগ নেতা মিজা সম্রাট, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক এমডি রাকি বিল্লাহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত স্বাধীনতাবিরোধী মৌলবাদীগোষ্ঠীর ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।