বকশীগঞ্জে ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের রণাঙ্গন ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৪ ডিসেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ধানুয়া কামালপুর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধ যাদুঘর সংলগ্ন মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা সুজা উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক মেজবাহ উল হক তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।