সরিষাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপরাধে দুইজনের কারাদণ্ড

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের অপরাধে দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুরে পৌরসভার আরামনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোহারি দোকানদার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জিনাত আলী (২০) ও ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হালিম (২২)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ।

নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার করায় পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (ক) ধারা অনুযায়ী তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।