নকলায় জাতীয় কন্যাশিশু ও বাল্যবিয়ে নিরোধ দিবস পালিত

বাল্যবিয়ে নিরোধ দিবসের মানববন্ধন। ছবি : শফিউল আলম লাভলু

শফিউল আলম লাভলু, নকলা॥
শেরপুরের নকলা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস ও বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে ৯ অক্টোবর মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকালে পৌর শহরের হলচত্ত্বর মোড়ে বাল্যবিয়ে নিরোধ দিবসের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সকালে পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

কন্যাশিশু দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

এ সময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক ওমর ফারুকসহ নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।