জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনের দোয়ায় অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৬ মে জামালপুর সদরের পিয়ারপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা তারাপদ চক্রবর্তী, পিয়ারপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খন্দকার, বোরো চাষী আলী আকবর প্রমুখ।

চলতি মওসুমে জেলায় ৩৬ হাজার ৫৫৫ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৮৮৭ মেট্রিক টন ধান কিনবে সরকার। এর মধ্যে ৩৩ হাজার ১০৪ মেট্রিক টন সেদ্ধ এবং ৩ হাজার ৪৫১ মেট্রিক টন আতপ। সরকারিভাবে প্রতি কেজি চাল ৩৬ টাকা এবং প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা।