মেলান্দহে বিনামূল্যে ধানবীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মেলান্দহে কৃষকদের বিনামূল্যে ধানবীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এ বিতরণ কার্যক্রম ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিতরণ ও সমাবেশে সহযোগিতা করেন মেলান্দহ উপজেলা প্রশাসন।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, কৃষকলীগের সভাপতি দিদারুল আলম শাকিল ও সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাথাপিছু ২ কেজি ধানবীজ বিতরণ করা হয়।