ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে পুতিন ‘সংঘহীন’ হয়ে পড়বেন : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ফেব্রুয়ারি বলেছেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আন্তর্জাতিক অঙ্গনে সংঘহীন’ হয়ে পড়বেন।

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলার তার কোন পরিকল্পনা নেই। খবর এএফপি’র।

মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে হোয়াইট হাউসে হাজির হয়ে বাইডেন বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নগ্ন আগ্রাসনের এমন চেহারা বিশ্বের যে কোন দেশের সাথে মস্কোর সংঘ গড়ার ক্ষেত্রে ছেদ ধরবে।

বাইডেন আরও বলেন, রাশিয়া তাদের দেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের অজুহাত দেখিয়ে এ আগ্রাসন চালিয়েছে এমন কথা কোন ভাবে যুক্তি সঙ্গত না। ‘এটি সার্বিকভাবেই একটি নগ্ন হামলা। এ ক্ষেত্রে পুতিনের আকাঙ্খা যে কোন ভাবে হোক সাম্রাজ্য দখল করা।’