রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  অস্ট্রেলিয়া ২৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আট শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। রাশিয়ার ‘অগ্রহণযোগ্য’ ইউক্রেন আগ্রাসনের পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে সৈন্য মোতায়েনে পুতিনের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ প্রায় একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের আট সদস্য নিষেধাজ্ঞা ভোগ করবে। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

অস্ট্রেলিয়া সামরিক সংশ্লিষ্ট রাশিয়ার বিভিন্ন ব্যাংক লক্ষ্য করে পদক্ষেপ নেবে।

মরিসন বলেন, ‘তারা ভাড়াটে গুণ্ডা ও উৎপীড়কের মতো আচরণ করছে।’ ‘পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে’ তারা পুরোদমে আগ্রাসন চালানো শুরু করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়া ফাইভ আইজ ইন্টেলিজেন্স-শেয়ারিং ব্লকের সদস্য দেশ। এ ব্লকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।

মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া উৎপীড়ন দমনে সর্বদা প্রস্তুত থাকবে।’