গ্রীনল্যান্ডে তাপমাত্রা বেড়ে গেছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গ্রীনল্যান্ডে তাপমাত্রা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। ডেনিশ মেটেওরোলজিক্যাল ইনস্টিটিউট (ডিএমআই) ২২ ডিসেম্বর বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

রাজধানী নুউকে গত ২০ ডিসেম্বর ১৩ ডিগ্রি সেলসিয়াস (৫৫ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যান্য বছরে এ সময়ের গড় তাপমাত্রা ছিল মাইনাস ৫.৩ সেন্টিগেড। খবর এএফপি’র।

ডিএমআই বলেছে, উত্তরাঞ্চলে কানাক অঞ্চলে তাপমাত্রা ৮.৩ সেন্টিগ্রেডে পৌঁছেছে। সেখানে মৌসুমের গড় তাপমাত্রা হচ্ছে মাইনাস ২০.১ ডিগ্রি সেলসিয়াস।

তবে, দ্বীপে রেকর্ডকৃত তাপমাত্রা পূর্বের রেকর্ড ভেঙেছে কিনা ডিএমআই তা জানায়নি।

ডিএমআই-র জলবায়ুবিদ ক্যারোলিন ড্রস্ট জেনসেন এএফপিকে ই-মেইল বার্তায় বলেছেন, “আমরা যে উচ্চ তাপমাত্রা দেখছি তার কারণগুলোর মধ্যে একটি হল ফোহন আবহাওয়া পরিস্থিতি। এই ধরনের উষ্ণ বাতাস সাধারণত বিশ্বের বৃহত্তম এই দ্বীপে বয়ে যায়।

তিনি বলেন “এটি কিছুটা অস্বাভাবিক যে, বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘ সময় ধরে তা বয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত যা আমরা বর্তমানে গ্রীনল্যান্ডে পর্যবেক্ষণ করছি।” গ্রীষ্মকালে গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বিশাল অঞ্চল জুড়ে হিমবাহগুলোর ক্ষতি করছে।

কখনো কখনো হিমবাহগুলোর আট বিলিয়ন টন বরফ গলে যাওয়ার রেকর্ড রয়েছে যা গ্রীষ্মকালের সাধারণ গড়ের দ্বিগুণ।