বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল ছাত্রলীগ

ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৭ আগস্ট দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর এলাকার ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি করে চাল, ১ কেজি ডাল ও একটি করে সাবান।

ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

এ সময় মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য একে আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, জ্যেষ্ঠ সহসভাপতি গাজী শামীম, ছাত্রলীগ নেতা আলভী তালুকদার, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা সম্রাট, ছাত্রলীগ নেতা সাদ আহম্মেদ নয়নসহ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।