বকশীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নামাপাড়া গ্রামের ইছা আলীর শিশু কন্যা ইয়াসমীন (৯) ও তার ছোট ভাই সোয়াদ মিয়া (৫) স্থানীয় আবদুস ছামাদ খান হাফিজিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় খেলতে গিয়ে মাদরাসার পাশে একটি পুকুরে পড়ে যায়।

তাদের অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পরে দুপুর ২টার দিকে মরদেহ দুটি পুকুরের পানিতে ভেসে উঠে।

ভাই-বোনের মৃত্যুর খবর পেয়ে তাদের লাশ দাফনের জন্য শোকাহত পরিবারকে ১০ হাজার টাকা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

এছাড়াও বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর শোকাহত পরিবারকে ৮ হাজার টাকা সহায়তা দেন।