জামালপুরে শিক্ষকদের মানববন্ধন

১১তম গ্রেডের দাবিতে জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘দাবি আমাদের একটাই, ১১তম গ্রেড চাই, সহকারী শিক্ষক প্রয়োজন নাই’ এই স্লোগানে জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছে। সারাদেশের ন্যায় ১৪ মার্চ বিকেলে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর সদর উপজেলার সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মঈনুল হাসান, ফাহমিদা চৌধুরী, রাশেদা আক্তার আঁখি, ফারজানা ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মাহবুবুল হক, ফরিদ উদ্দিন ও নুরুন্নবী প্রমুখ।

মানববন্ধন থেকে শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন নির্ধারনের দাবি জানান। অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।