সরিষাবাড়ীতে মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়। ১৪ আগস্ট দুপুরে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাঠ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন এ উপকরণ বিতরণ করেন।

মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেইজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর বাস্তবায়ন এবং মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় গত মে মাসে উপজেলার আটটি ইউনিয়নে ৪৮টি প্রদর্শনীর মাঝে মাছের রেনু বিতরণ করা হয়। এখন সেই মাছের খাদ্য ও মৎস্য চাষের বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে। প্রতিটি প্রদর্শনীর জন্য ২০ হাজার টাকা মূল্যের উপকরণ দিচ্ছে এনএটিপি-২। একজন প্রদর্শনীকে একটি আদর্শ মৎস্যচাষীতে রূপান্তরিত করাই হলো এদের মূল উদ্দেশ্য।

এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেইজ-২ প্রজেক্ট (এনএটিপি)-২) এর মাঠ সহায়ক নায়েব আলী, এরশাদ মিয়া, ইউসুফ আলীসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।