ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিক সমিতির নির্বাচন : বাপ্পী সভাপতি, সোহেল সম্পাদক, সাংগঠনিক রেজাউল মাদারগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে এগিয়ে এল তরুণেরা মাদারগঞ্জে তাঁতীদল নেতা সিদ্দিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে কৃষকদল নেতাকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন রহিমপুর বাজারে মাদক প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইসলামপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন দেওয়ানগঞ্জে বিক্ষুব্ধ গ্রাহকদের হাতে ভুয়া এনজিও কর্মকর্তা আটক সভাপতি প্রার্থী বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

নেদারল্যান্ডসের জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে দুঃসাহসিক চুরি

নেদারল্যান্ডস : ড্রেন্টস মিউজিয়াম থেকে চারটি প্রাচীন নিদর্শন নিয়ে গেছে চোরেরা। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের একটি জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় আড়াই হাজার বছরের পুরনো সোনার হেলমেটসহ চারটি প্রাচীন নিদর্শন নিয়ে গেছে চোরেরা।

ডাচ পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ২৭ জানুয়ারি সোমবার ভোরের দিকে অ্যাসেনের ড্রেন্টস মিউজিয়ামে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ ঘটানোর আগে সন্দেহভাজনরা বাইরের দরজা খুলে বাতাসে ধোঁয়া ছড়িয়ে দেয়।

এরপর খ্রিস্টপূর্ব ৫০ অব্দের তিনটি সোনার ব্রেসলেট এবং বুখারেস্টের রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে ধার করা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন কোটোফেনেস্টির খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর হেলমেট নিয়ে পালিয়ে যায় চোরেরা।

ড্রেন্টস মিউজিয়াম তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুরির কথা নিশ্চিত করেছে। নিদর্শনগুলো দুষ্প্রাপ্য ছিল বলে জানানো হয়। বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।

ডাচ পুলিশ ঘোষণা করেছে, তারা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে এ নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যে ৫০টিরও বেশি তথ্য পেয়েছে। পুলিশের ধারণা, লাইসেন্স প্লেট চুরি করা গাড়িটি ফেলে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এক বিবৃতিতে ড্রেন্টস মিউজিয়ামের জেনারেল ডিরেক্টর হ্যারি টুপান এ ঘটনাকে তার প্রতিষ্ঠান ও রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘরের জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাদুঘরে গত রাতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ১৭০ বছরের ইতিহাসে এত বড় ঘটনা আর ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

নেদারল্যান্ডসের জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে দুঃসাহসিক চুরি

আপডেট সময় ১০:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

নেদারল্যান্ডসের একটি জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় আড়াই হাজার বছরের পুরনো সোনার হেলমেটসহ চারটি প্রাচীন নিদর্শন নিয়ে গেছে চোরেরা।

ডাচ পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ২৭ জানুয়ারি সোমবার ভোরের দিকে অ্যাসেনের ড্রেন্টস মিউজিয়ামে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ ঘটানোর আগে সন্দেহভাজনরা বাইরের দরজা খুলে বাতাসে ধোঁয়া ছড়িয়ে দেয়।

এরপর খ্রিস্টপূর্ব ৫০ অব্দের তিনটি সোনার ব্রেসলেট এবং বুখারেস্টের রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে ধার করা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন কোটোফেনেস্টির খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর হেলমেট নিয়ে পালিয়ে যায় চোরেরা।

ড্রেন্টস মিউজিয়াম তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুরির কথা নিশ্চিত করেছে। নিদর্শনগুলো দুষ্প্রাপ্য ছিল বলে জানানো হয়। বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।

ডাচ পুলিশ ঘোষণা করেছে, তারা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে এ নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যে ৫০টিরও বেশি তথ্য পেয়েছে। পুলিশের ধারণা, লাইসেন্স প্লেট চুরি করা গাড়িটি ফেলে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এক বিবৃতিতে ড্রেন্টস মিউজিয়ামের জেনারেল ডিরেক্টর হ্যারি টুপান এ ঘটনাকে তার প্রতিষ্ঠান ও রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘরের জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাদুঘরে গত রাতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ১৭০ বছরের ইতিহাসে এত বড় ঘটনা আর ঘটেনি।