জামালপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাধারণ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার শুরুতে জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০তম বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন সোসাইটির সেক্রেটারি মাসুম রেজা রহিম।

রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যকরি কমিটির সদস্য ফারহান আহমেদের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

বক্তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জামালপুর জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা দিন-রাত কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। সামনের দিনগুলোতে রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করে অসহায় মানুষে পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।