জামালপুর সদর উপজেলায় তিনদিনব্যাপী কৃষিমেলা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘নিরাপদ ফসলে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরে তিনদিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে।

৬ নভেম্বর বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপী এ কৃষিমেলার উদ্বোধন করা হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা ইয়াছমিন।

মেলায় স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। ছবি:বাংলারচিঠিডটকম

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেদযানী ভৌমিক, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, জেলা ডিপ্লোমা ইনস্টিটিউটের সভাপতি এস এম জিয়াউল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে মেলায় স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। তিনদিনব্যাপী এ মেলায় স্থান পেয়েছে ১২টি স্টল।

পরে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।