মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়র রহমান তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী ১৬ জুলাই পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ জুলাই সকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদ সংলগ্ন মতিয়র রহমান স্মৃতি সংসদ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে মরহুম আইনজীবী মতিয়র রহমানের নিজ বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, ফরিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, অধ্যক্ষ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন রাঙ্গা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের কবর জিয়ারত করে মোনাজাত করা হয়।