ধারাভাষ্যকার তামিম

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে উঠতে পারেনি তামিম ইকবালের দল মিনিস্টার গ্রুপ ঢাকা।

তাই মাঠে ক্রিকেট খেলার চাপ না থাকায় আজ বিপিএলের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্যকার রুপে দেখা গেছে তামিমকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে খুলনা যখন রান তাড়া করছিলো, ঐ সময় ষষ্ঠ ওভারে ধারাভাষ্যে আসেন তামিম। তাকে স্বাগত জানান আরেক ধারাভাষ্যকার ও জিম্বাবুয়ের সাবেক পেসার এড রাইন্সফোর্ড। পরে আতাহার আলি খানের সাথেও কিছুক্ষণ ধারাভাষ্য দেন তামমি।

এবার বিপিএলে ৯ ম্যাচে ৫৮ দশমিক ১৪ গড়ে ৪০৭ রান করেছেন তামিম। স্ট্রাইক রেট ছিলো ১৩২ দশমিক ৫৭। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি ছিলো তামিমের ব্যাটে।

লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিমই।