মেলান্দহে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: মেলান্দহে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে ৯টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১ নম্বর দুরমুট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সৈয়দ খালেকুজ্জামান, ৭ নম্বর চরবানীপাকুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সর্দার প্রমুখ।

মতবিনিময় সভায় সকল প্রার্থীদের আচরণবিধি পালনের প্রতি গুরুত্বারোপ করা হয়।