বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সিলেটে ৭ জুন সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাসসকে জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮। উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর সিলেট শহর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন খোলা জায়গায় বেরিয়ে পড়েন। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।সূত্র:বাসস।