মাদারগঞ্জে বেশি দামে তরমুজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ২ মে দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র বালিজুড়ি বাজারে বেশি দামে ওজন করে তরমুজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাজারে ঘুরতে গিয়ে মুখে মাস্ক না পড়ায় দু’জন পথচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর জানান, রমজানে খাদ্য সামগ্রীর বেশি দাম নেয়া ও কেজি দরে তরমুজ বিক্রি করায় আমরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। তা রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।