ইসলামপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য ও ওয়াশ বিষয়ক প্রশিক্ষণ

প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউএনও এস এম মাজহারুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা প্রদানকারীদের স্বাস্থ্য ও ওয়াশ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৮ মার্চ দিনব্যাপী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট আয়োজনে বিআরডিবি মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এম আবু তাহের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিব রহমান, সহকারী কর্মসূচি কর্মকর্তা শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন।

বক্তারা স্বাস্থ্য ও ওয়াশ সচেতনতা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, কমিউনিটি মানুষের জন্য কিভাবে সহজতর ও যুগোপযোগী করাসহ বিভিন্ন দিক উপস্থাপন করেন।

কর্মশালায় সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।