বকশীগঞ্জে যুব নেটওয়ার্কের শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে যুব নেটওয়ার্কের শক্তিশালীকরণ সভা ২৩ ডিসেম্বর সকালে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তারের সঞ্চালনায় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, রকিবুল হাসান বিদ্রোহী, লুৎফা বেগম, বাবুল খান, আলেয়া আক্তার প্রমুখ।

নবগঠিত যুব নেটওয়ার্কের সদস্যদের সাথে ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি: বাংলারচিঠিডটকম

শক্তিশালীকরণ সভায় রকিবুল হাসান বিদ্রোহীকে সভাপতি ও লুৎফা বেগমকে সাধারণ সম্পাদক করে ২৫ জন যুবক-যুবতীদের নিয়ে উপজেলা যুব নেটওয়ার্ক গঠন করা হয়।

এসডিজি বাস্তবায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, যুবক-যুবতীদের মাধ্যমে সামাজিক কার্যক্রম বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।