মেলান্দহে দরিদ্র জনগোষ্ঠির সাথে মতবিনিময়

বক্তব্য রাখেন জাতিসংঘের সিভিএফ বিশেষ দূত আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর ও কুড়িগ্রাম জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর হাবিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি এর আয়োজন করে।

জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, প্রকল্প পরিচালক ড. নূরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন প্রমুখ।

সভায় ৩ হাজার ১৫ জন হতদরিদ্র সুবিধাভোগীর সাথে মতবিনিময় শেষে বক্তারা মেলান্দহের স্কাউটস নেতৃবৃন্দের সাথেও পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।