মাদারগঞ্জে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ লাশজাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী গ্রামে লেবু মিয়া নামে (৩৫) এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ নভেম্বর সকালে উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে বাড়ির পাশে কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লেবু মিয়া একই গ্রামের ঘুইনে মণ্ডলের ছেলে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত লেবু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে একজোড়া স্যান্ডেল ও একটি টর্চলাইট পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা লাশ গাছে ঝুলিয়ে রাখে।

স্বজনরা জানান, দুই মাস আগে রহমতুল্লাহর মেয়ের সঙ্গে লেবু মিয়ার ছোটভাই সাইফুলের ছেলে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মামলা মোকদ্দমা চলছে।

১১ নভেম্বর লেবু ইটভাটার শ্রমিকদের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে তিন-চার লাখ টাকা শ্রমিকদের মধ্যে বিতরণও করেছেন। ১১ নভেম্বর রাত ১০টায় তিনি বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেননি।

১২ নভেম্বর সকালে উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে বাড়ির পাশে কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।