বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিডস প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের সেবায় উপকারভোগীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সেবাদানকারী, মার্কেট অ্যাক্টর ও জনসংগঠনের নেতৃবৃন্দে সাথে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উদ্যোগে ২৫ আগস্ট মেররুচর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চায়না বেগম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এসএএলও শহিদুল ইসলাম, মেরুরচর নতুনপাড়া তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, মেরুরচর উত্তরপাড়া দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান প্রমুখ।