ডাংধরায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে জান্নাতুল মাওয়া বন্যা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ৭ আগস্ট দুপুরে ডাংধরা ইউনিয়নের পানতামারী গ্রামে এ ঘটনা ঘটে। কাউনিয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী স্থানীয় গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, জান্নাতুল মাওয়া বন্যা ৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে নিকটবর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ পানিতে ডুবে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

sarkar furniture Ad
Green House Ad