গাবেরগ্রামে সংঘর্ষে আহত ৫

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

১ আগস্ট ঈদের দিনে মসজিদে যাওয়ার রাস্তা বন্ধের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান অফিস সহকারী শফিকুল ইসলাম খান লিটনসহ ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার গাবেরগ্রাম খান বাড়িতে।

প্রত্যক্ষদর্শী ও আহত শফিকুল ইসলাম খান জানান, ১ আগস্ট ঈদের রাতে ওই এলাকার মৃত আফসার খানের ছেলে সাঈদ খান, সানাউল্লাহ খানসহ কয়েকজন লিটনদের বাড়ি থেকে মসজিদে যাওয়া রাস্তা আটকিয়ে বেড়া দিয়ে দেয়। এর প্রতিবাদ করতে গেলে সাঈদ ও তার ভাতিজা কাউসার খানের নেতৃত্বে ১০/১৩ জন অর্তকিতে তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান অফিস সহকারী শফিকুল ইসলাম খান লিটন (৫০), তার ভাই স্কুল শিক্ষক শহিদুল ইসলাম (৪০), খোরশেদ খান (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও তৃষ্ণাকে (৩২) আহত করে।

এ ব্যাপারে সোহেল খান বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা করলে পুলিশ কাফি খানকে আটক করে।