লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গম চরাঞ্চলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। ৩ আগস্ট সন্ধ্যায় বেলগাছা ইউনিয়নের মন্নিয়া বরুল গ্রামে বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন এবং বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী ও পানি বিশুদ্ধ করার বড়ি বিতরণ করেছেন।
যমুনার দুর্গম চরাঞ্চলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা সাথে ছিলেন।