বিট পুলিশিং নিয়ন্ত্রণ করবে সব অপরাধ : মির্জা আজম

ফিতা কেটে মাদারগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম-৩ উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, বিট পুলিশিং নিয়ন্ত্রণ করবে সব অপরাধ, পুলিশকে ছোট পরিসরে কাজ করায় অনেক অপরাধ কমে যাবে। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার সব ধরনের অপরাধ নির্মুলে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে গেছে।

তিনি ১৮ জুলাই দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যাক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম-৩ শুভ উদ্বোধন অনুষ্ঠানে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সিনিয়র সহকারী সার্কেল অফিসার সামিউল আলম পিপিএম, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও গুনারীতলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুর সঞ্চালনায় মোসলেমাবাদ মোড়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।