বকশীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ভিজিএফের চাল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইদুল আযহা ও বন্যা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ১৭ জুলাই ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত এবং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

কামালের বার্ত্তী বাজারে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও ট্যাগ অফিসার মঞ্জুরুল হক হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন।

এ সময় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, ইউপি সদস্য নুরু মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকারিয়া হাবিব, এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, পর্যায়ক্রমে এবার ৫ হাজার ৪২৯টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।