মাদারগঞ্জে বাঁধ ভেঙে নতুন করে ১০ গ্রাম প্লাবিত

বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রবল পানির তুড়ে ভেঙ্গে গেছে জামালপুরের মাদারগঞ্জ- মাহমুদপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লালডোবা গ্রামের ৫০ মিটার অংশ। এই অংশ দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করে আশপাশের ১০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কড়ইচুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু জানান, ১৫ জুলাই মাদারগঞ্জ-মাহমুদপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লালডোবা গ্রামের অংশে পানির প্রবল চাপে তার ৫০ মিটার ভেঙ্গে যায়। ওই ধসে যাওয়া অংশে প্রবল বেগে পানি প্রবেশ করে আশপাশের প্রায় ১০টি গ্রামে পানি ঢুকে পড়ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রবল বেগে পানি প্রবেশ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই বাঁধের আরও একটি অংশ ঝুঁকিপূর্ণ ছাড়াও, বালিজুড়ি ইউনিয়নের যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।