বকশীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবাদ সমাবেশ করেন বঙ্গবন্ধু পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। ১৫ জুলাই বিকাল ৪টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, জয়নাল আবেদিন, চিকিৎসক কাশেম, আশরাফুল হায়দার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমানের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করার ঘটনায় মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ জুলাই দুপুরে জাহিদুল ইসলাম জুমানের উপজেলা পরিষদের কার্যালয়ে ছবিগুলো ভাংচুর করা হয়। এঘটনায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ১৩ জুলাই বকশীগঞ্জ থানায় ছয়জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।