বকশীগঞ্জে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন

ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মালিরচর মৌলভীপাড়ায় অবস্থিত দুঃস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্র্রের উদ্যোগে ১১ জুলাই দুুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ও করোনার প্রভাবে ক্ষতি পুষিয়ে নিতে দুঃস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের সহযোগিতায় ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়।

এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমান, পরিচালক খাইরুল ইসলাম, প্রধান শিক্ষিকা লালমনি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।