বকশীগঞ্জে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ

ভ্যানচালকদের মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রতিবন্ধীদের তৈরি করা মাস্ক বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

২১ জুন পৌর এলাকার মৌলভীপাড়া দুঃস্থ, প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের অর্থায়নে মন্ডলপাড়া, মৌলভীবাজার, নয়াপাড়া, ঘোষপাড়া, সিংহের চর, ধুমালীপাড়াসহ বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও মৌলভী পাড়া বাজারের বিভিন্ন ভ্যানচালক, রিকশাচালকদেরও মাস্ক দেওয়া হয়।

দুঃস্থ, প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম ও প্রধান শিক্ষক লালমনি আক্তারের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ও প্রত্যেককে মাস্ক বিতরণ করেন।