দেওয়ানগঞ্জে লটারিতে কৃষকের কাছ থেকে ধান ক্রয়

লটারিতে কৃষক নির্বাচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বোর মৌসুমে সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করার জন্য উপজেলার কৃষকদের আবেদনের প্রেক্ষিতে এক হাজার ৬০৩ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। ২০ মে এক হাজার ৬০৩ টন ধান ক্রয়ের জন্য বড় মাঝারী ও ক্ষুদ্র কৃষকদের মাঝে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে লটারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, খাদ্য কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী নেতা শফিউল হক মান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ।