বকশীগঞ্জে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন

বকশীগঞ্জে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদামের উদ্যোগে ২০ মে দুপুর ১২টার দিকে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উদ্বোধনের সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুাম ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহীদুল্লাহ, উপজেলা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলশানা খাতুন, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরীন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, মিল মালিক আবুল কালামসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বোরো মওসুমে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ২৫৫ মেট্রিক টন চাল, দুই হাজার ২৬৮ মেট্রিক টন ধান, ৮১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।