মাদারগঞ্জে ঘরে থাকা দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে থাকা দরিদ্র খেটে খাওয়া এক হাজার মানুষের মাঝে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল ও সাবান বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ সকাল থেকে মাদারগঞ্জ পৌরসভা, চরপাকেরদহ ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সরকারিভাবে এ পর্যন্ত ১০ মেট্রিকটন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। একটি পৌরসভাসহ ৭ ইউনিয়নে সমবন্টন দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিরা ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ বিতরণ করবেন।