করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে ফিরলে কয়েক দিন ঘরে থাকার পরামর্শ

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনা ভাইরাস আক্রান্ত কোন দেশ থেকে কেউ দেশে ফিরলে তাকে কয়েকদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত আইইডিসিআর-এর নিয়মিত প্রেসব্রিফিংয়ে ১ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ পরামর্শ দেন।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত দেশগুলো থেকে কেউ ফিরলে তারা যেন ‘হোম কোয়ানেন্টাইনে’ থাকেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেন বের না হন।

তিনি বলেন, আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, যারা বাইরে থেকে আসবেন, তারা বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহনে যাবেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা অনুরোধ করছি, আপনারা অবশ্যই বাড়িতে অবস্থান করুন, জনসমাগম এড়িয়ে চলুন। যদি বাইরে যাওয়া খুবই দরকার হয়, তাহলে মাস্ক ব্যবহার করবেন।সূত্র:বাসস।