বকশীগঞ্জে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ’ প্রকল্পের আওতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিত্বে এবং উন্নয়ন সংঘের উদ্যোগে ধুমালীপাড়া গণচেতনা প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে সভায় এ সময় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি শাহীনা বেগম, কোষাধ্যক্ষ নাছিমা ইয়াসমীন কণা, সদস্য রকিবুল হাসান, সাহাজ উদ্দিন, আশরাফ আলী, মোফাজ্জল হক আলম, সাবিরন বেগম প্রমুখ।

সভায় তারা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। বিশেষ করে স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, দুর্যোগ মোকাবেলা, শিক্ষার বেহাল অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এসডিজি অর্জনে বাল্যবিয়ে প্রতিরোধ, যুব-যুবতীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণসহ সরকারিসেবা প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়।