বকশীগঞ্জে নারী দুগ্ধ খামারীদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ সম্পন্ন

বকশীগঞ্জে নারী দুগ্ধ খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিপণনের উন্নতি এবং বাজার সংযোগ সহজতর করার লক্ষ্যে নারী দুগ্ধ খামারীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে গণচেতনা প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, মাঠ ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার, রাশেদ উর রহমান।

দুধ উৎপাদনে খামারীদের দক্ষতা অর্জন, বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং দুধ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ২৫ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেন।