বকশীগঞ্জে রাশেদা খাতুন বিদ্যানিকেতনের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাশেদা খাতুন বিদ্যানিকেতন নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

২৬ ডিসেম্বর দুপুরে পৌর এলাকার মধ্যবাজারে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি এস এম আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল গফুর, প্রকৌশলী রাসেল সরকার, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, শামসুল আলম, রমেশ চন্দ্র রায় প্রমুখ।

২০২০ শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো।