বকশীগঞ্জে চর অঞ্চলের প্রাথমিক শিক্ষা নিয়ে সাংবাদিক সম্মেলন

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিত্বে এবং উন্নয়ন সংঘের উদ্যোগে চর অঞ্চলে প্রাথমিক শিক্ষা বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহণ প্রকল্পের আওতায় ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বকশীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের ২৫টি বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের কোষাধ্যক্ষ নাছিমা আক্তার কনা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, জেলা নেটওয়ার্কের সভাপতি আফসার আলী, মাই টিভির জেলা প্রতিনিধি শামীম আলম, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মিঠু আহমেদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক সাইফুল ইসলাম, সিবিও সদস্য নাছরিন জাহান স্মৃতি প্রমুখ।

সাংবাদিক সম্মেলন ও উন্মুক্ত আলোচনায় মেরুরচর, সাধুরপাড়া, নিলক্ষিয়া ও বগারচর ইউনিয়নের প্রাথমিক শিক্ষার সমস্যা, সম্ভাবনা, শিক্ষার মানোন্নয়নে করণীয়, ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু, মাল্টিমিডিয়া ক্লাস করানো, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কোচিং বাণিজ্য বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ, জেলা নেটওয়ার্কের সদস্য, সিবিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।