বকশীগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

বকশীগঞ্জে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫ ডিসেম্বর ‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সহযোগিতায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ৫ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, নিলক্ষিয়া সুইড ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজরসহ স্থানীয় দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র, রৌশন আরা ইদ্রিছ অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়, বিলের পাড় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।