বকশীগঞ্জে জেলা নেটওয়ার্কের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেলা নেটওয়ার্কের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জেলা নেটওয়ার্কের কর্মপরিকল্পনা নিয়ে ১৯ নভেম্বর বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এবং অক্সফ্যাম ও সিপিডি’র যৌথ অংশিদারিত্বে উন্নয়ন সংঘের বাস্তবায়নে ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের’ উদ্যোগে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের’ সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ নাছিমা আক্তার কনা, যুগ্মসম্পাদক জয়নাল আবেদিন, সদস্য মোফাজ্জল হক আলম ও সদস্য রকিবুল হাসান বিদ্রোহী।

সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে তারা স্বপ্রণোদিত হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা অর্জন, স্বাস্থ্য ও মাদক প্রতিরোধে সচেতনতা সভা, স্থানীয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে মতিবিনিময়, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতায় হোম ভিজিট কর্মসূচি, জেলা নেটওয়ার্ককে শক্তিশালীকরণ করা এসডিজি বাস্তবায়নে সিবিও, সিএসও, প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এক কাতারে নিয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেন।