দেওয়ানগঞ্জে মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু রোধে আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু রোধে সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ সেপ্টেম্বর সকালে কমপ্লেক্সের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আবু আহাম্মদ শাফী। আলোচনা সভায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন।

এরআগে প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ কমিউনিটি ক্লিনিক কর্নার ওয়ার্কিং মাদার্স বেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন করেন।