ইসলামপুরে এসএসসি ‘৯৯ ব্যাচের ত্রাণ বিতরণ

এসএসসি ‘৯৯ ব্যাচের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে এসএসসি নিরানব্বই ব্যাচ জামালপুরের শিক্ষার্থীরা। ২ আগস্ট দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নে যমুনার দুর্গম চর নন্দনের পাড়া, বীর নন্দনের পাড়া, শিংভাঙ্গা, বলিয়াদহ, পশ্চিম বাবনা গ্রামে ৫১২টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, সয়াবিন তেল আধা কেজি, চিড়া এক কেজি, মুড়ি আধা কেজি, ১০০ গ্রাম গুড়, লাইফবয় সাবান, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন এবং এক পাতা করে মেট্রোনিডাজল বড়ি দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ কাজে অংশ নেন এসএসসি নিরানব্বই ব্যাচ জামালপুরের শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রাণ বিতরণকালে চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নিরানব্বই ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক শোয়েব হোসেন, নাজমুল আলম নাহিদ, সুমন রায়, সুজাউর রশিদ, সাইফুল ইসলাম সুজন, কামরুল হাসান, সুমন রায়, বাপ্পি, মমিন, রিজভী হাফিজ স্বপন, জাহিদ, সবুজ আকন্দ, হাসান, সুশান্ত পাল, আতাউর রহমান, শোভন দাস রাজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।