দেওয়ানগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা

দেওয়ানগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি গণগ্রন্থগার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, সহকারী কমিশনার (ভূমি ) তাহমিনা আক্তার প্রমুখ।

কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের লক্ষ্যে নদী ভাঙ্গন প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়নসহ ১৭টি বিষয়ের ওপর আলোচনা করা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, শিক্ষার্থীসহ গণ্যমান্যব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।